ক্লোরোfeel-এর পাতা

Sunday, 22 April 2018

একটি সামুদ্রিক ইচ্ছামৃত্যু : পিয়াল রায়

ছবি : Yvette Hess
অন্ধ লোকটা রাস্তায় নামলেই টের পায় গাছগুলো সচল হয়ে উঠেছে। ওরাও হেঁটে যাচ্ছে লোকটার পাশেপাশে।  সমুদ্রের বালিতে ছাপ পড়ছে সহযাত্রার। সমুদ্র থেকে ভেসে আসা হাওয়ায় ওরা ফিসফিস করে নিজেদের মধ্যে। অন্ধচোখ দিব্যি টের পায় সাদা ফুলে ফুলে ভরা টগরগাছটা হাত চেপে ধরেছে রাধাচূড়ার। ওদের ফিসফিসানি কানে আসে লোকটার। লোকটা বুঝতে পারে গতরাতে অভিনীত একটা নাটকের কথা বলাবলি করছে ওরা। লোকটা বালির ওপর বসে। শরীর ঘেঁষে বসে পড়ে গাছগুলোও। খুবই নিচুস্বরে সুখদুঃখের আলোচনা চলতে থাকে। কারও শরীরে তীব্র বানিজ্যিক ক্ষত, কারও বা চোখে স্বজন বিহনের শোক। ওদের চোখের জল প্রস্বেদন হয়ে ঝরে পড়ে লোকটার গায়ে। পাতাদের কষ্ট নির্মল হাওয়া হয়ে মিশে যায় শিহরণে। হঠাৎ লোকটার মনে হয় তার কেউ নেই। আয়নায় ভেসে ওঠা অস্তিত্বহীন প্রতিবিম্ব মনে হয় নিজেকে। ব্যাধিগ্রস্ত কলজেতে দুলতে  থাকে মাস্তুল ছেঁড়া জাহাজ লোনাজলের দাপটে। লোকটার চোখদুটো ভেসে যায় একটি সামুদ্রিক ইচ্ছামৃত্যুর স্রোতে।

No comments:

Post a Comment