ক্লোরোfeel-এর পাতা

Wednesday, 1 March 2017

'বিভাজন' নাটকটি প্রসঙ্গে : দীপ্র দত্তশর্মা



'চোখ' এর উপস্থাপনায় 'খুন' দেখেছিলাম ঠিক বছর আগে...আমার দেখা প্রথম বড় মঞ্চের নাটক...শক্তিশালী এই গণমাধ্যমের প্রেমে মজে পরবর্তী ৩৬৫ দিনে নাটক দেখেছি অল্প বিস্তর...সেই সামান্য অভিজ্ঞতা আর ভালো নাটকের অনস্বীকার্য আকর্ষণেই আজ সন্ধ্যায় আমাদের মধুসূদন মঞ্চে জড়ো হওয়া...

'চোখ' এর উপস্থাপনায় 'বিভাজন' এই সময়ের প্রেক্ষিতে বড় জরুরি নাটক...বড় যত্নে নাটক বানান অভিজিৎ বাবু...প্রত্যেক চরিত্রের অভিনয়েই সেই যত্নের ছাপ স্পষ্ট...বিশেষত অসাধারণ লেগেছে 'তিন্নি' আর 'রহমান' কে...ওদের স্বতঃস্ফূর্ত অভিনয় চোখে লেগে থাকবে...

আবহ নির্মাণ চমৎকার, quotation প্রয়োগ যথাযথ...মঞ্চসজ্জায় বিশেষ পরিশ্রমের ছাপ খুব একটা চোখে পড়ল না বটে, কিন্তু আলোর ব্যবহারে মুন্সিয়ানা নজর কাড়ে...দীর্ঘ monologue-গুলোও অভিনয়ের চমৎকারিত্বে boring হয়ে ওঠার সুযোগ পায়নি কখনও...

একটাই দুঃখ...Storyline ঠিক জমল না 'খুন' এর মতো...ঘটনা প্রবাহ বেশ predictable, 'জোজো' পরিণতিটাও বড্ড আরোপিত...সর্বোপরি...'মৈত্রেয়ী' চরিত্রটি আমার মতে সবচেয়ে interesting, একটা অদ্ভুত bipolarity তে ভোগেন এই মহিলা...যাদেরকে-যাদের ধর্মাচরণকে মনে-প্রাণে ঘৃণা করেন তিনি, তাদের মধ্যে বিশেষ একজনের প্রতিই তার অপরিসীম স্নেহ!!...এমন একটা special চরিত্র আরও space পেল না কেন?

এই সামান্য অনুযোগের পরও বিনম্র ভাবে আবার স্বীকার করে নিচ্ছি...'বিভাজন' এই সময়ে বড় জরুরি নাটক...অসহিষ্ণুতা, কাশ্মীর প্রসঙ্গ, surgical strike, ব্লগার হত্যার অস্থির পরিস্থিতিতে প্রশ্ন করা বড় জরুরি...কিন্তু, "আমি প্রশ্ন করতে ভয় পাই"..., তার পরও 'গণতান্ত্রিক বন্দিেত্ব' এই শৃঙ্খল স্নেহ দিয়ে গলিয়ে দেওয়ার স্বপ্ন দেখায় এই নাটক...'চোখ' এর 'বিভাজন'কে তাই কুর্নিশ...

No comments:

Post a Comment